প্রাক-প্রাথমিক শ্রেণির রুটিন

"ইনফো ফর প্রাইমারি"-তে আপনাকে স্বাগতম। সকলের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে এই সাইটের প্রথম পোষ্ট প্রকাশ করলাম।
জাতীয় জীবনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অত্যাধিক৷ দেশের সব মানুষের শিক্ষার আয়োজন এবং জনসংখ্যাকে দক্ষ করে তোলার অনন্য ধাপ প্রাথমিক শিক্ষা৷ দেশের উন্নতির লক্ষ্যে সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা অপরিহার্য৷ প্রাথমিক শিক্ষার মান যুগপযোগী করার লক্ষ্যে ইতিমধ্যেই যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার পর অনেকে কর্মজীবন আরম্ভ করে৷ শিক্ষার এইস্তর পরবর্তী সকল স্তরের ভিত্তি সৃষ্টি করে বিধায় যথাযথ মানসম্পন্ন উপযুক্ত প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা অপরিহার্য৷ সেই লক্ষ্যেই বর্তমান শিক্ষা বান্ধব সরকার প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত
উন্নীত করেছে। প্রাথমিক শিক্ষাকে করেছে সার্বজনীন, বাধ্যতামূলক, অবৈতনিক, এবং সকলের জন্য একই মানের৷
পশাপাশি ২০১০ সালের শিক্ষা নীতির আলোকে সকল বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য প্রত্যেকটি বদ্যালয়ে একটি করে পদ সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে ৩৭৬৭২ টি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বাকী বিদ্যালয় গুলোর নিয়োগ প্রক্রিয়াধীন।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাক-প্রাথমিক শিক্ষা সেবা প্রদানের জন্য নূ্ন্যতম মানদন্ড অনুমোদন করেছে। অনেকগুলো মানদন্ডের মধ্যে একটি মানদন্ড হলো স্কুলের সময় সীমা ও দৈনন্দিন রুটিন। এই কলামে বলা হয়-
১. শিক্ষনক্রম অনুসারে দৈনিক সর্বোচ্চ ২.৩০ মি: ক্লাস রুটিন হবে।
২. দৈনন্দিন রুটিনে ধারাবাহিকতা থাকবে। এর পরও শিক্ষার্থীদের আগ্রহ ও সতন্ত্র চাহিদার উপর ভিত্তি করে ক্লাস রুটিনে পরিবর্তন আনতে হবে।
৩. এক কাজ থেকে অন্য কাজে (এ্যাক্টিভিটি) যাওয়াটা সহজতর ও বিঘ্নহীন হতে হবে।
৪. প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষন চাহিদাকে গুরুত্ব দিয়ে রুটিন তৈরি করতে হবে। এবং
৫. শ্রেণি কক্ষে সব সময় ক্লাস রুটিনটি প্রদর্শিত অবস্থায় থাকতে হবে।
নিচে এই মানদন্ডের আলোকে প্রাক-প্রাথমিক শ্রেণির একটি সাপ্তাহিক রুটিনের মডেল "ইনফো ফর প্রাইমারি"-র পাঠকদের জন্য দেয়া হলো:
প্রাক-প্রাথমিক শ্রেণির রুটিন
আপনারা ইচ্ছা করলে এই রুটিনটির অনুসরণে আপনার প্রয়োজনমত একটি প্রাক-প্রাথমিক শ্রেণি রুটিন তৈরি করে নিতে পারবেন।
এই ব্লগের প্রথম পোষ্ট এটি। পোষ্টি দেখে আপনাদের সুচিস্তিত মতামত আশা করছি। ধন্যবাদ।।

7 comments:

  1. Very good idea . I will help for k g school teacher

    ReplyDelete
  2. ভাই, 2 ঘন্টা বাংলা, ইংরেজি, গনিত, সাধারণ জ্ঞান ও ছবি আঁকা নিয়মিত পাঠ দিয়ে সমাজের কাছে দাঁড়িয়ে থাকতে পারছি না ।।।।।

    ReplyDelete