আমার শখ বলতে একটাই। আর সেটা হল- "ইন্টারনেটে সময় কাটানো"। দেশি বিদেশি বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, সামাজিক যোগাযোগ সাইট, নিউজ আপডেট .......... ইত্যাদি পড়তে এবং লেখালেখি করতে প্রচন্ড ভালবাসি। বলতে গেলে এসব বিষয়ে আমার নেশা হয়ে গেছে। আর এর তাগিদ থেকেই আমার পেশাগত ও ব্যক্তিগত ভাল লাগা, মন্দ লাগা, সামাজিক অসংগতি তথা আমার শিক্ষক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করার লক্ষ্যে আমার এই সাইটি আমি নির্মান করেছি। এক কথায় এটি আমি সহ প্রাথমিক শিক্ষকদের অনলাইনে সময় কাটানোর একিট উন্মূক্ত প্লাটফর্ম। আমার শিক্ষক বন্ধুদের সহযোগিতা পেলে আমি আমার এই সাইটটির প্রতিটি পাতা ভরে রাখব।
প্রযুক্তি বিষয়ক প্রতিটি কাজ আমাকে প্রচন্ড রকম আকৃষ্ট করে। আর সেই
আকর্ষনের কারণেই কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আমি প্রযুক্তির এই মহা
সমুদ্রে নামার দু:সাহস পেয়েছি। এই ব্লগ সাইট সহ ইন্টারনেটে আমার যা কিছু
আছে তার সবটাই আমি অর্জন করেছি ইন্টারনেটের সহায়তায়। আমার এই সাইটটি তৈরার পূর্ব থেকেই আমি বেশ কয়েকটি ব্লগ সাইটে নিয়মিত লেখালেখি করে আসছি। এবং এখনো লিখছি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সাইট হলো_ www.somewhereinblog.com, www.infotechlife.com, bd-wan.com & shikhshabarta.com. তবে এই মুহূর্তে আমি www.somewhereinblog.com এ লিখছি না। বাকী গুলোতে নিয়মিত লিখছি।
"ইনফো ফর প্রাইমারি"- এর সাথে থাকার জন্য ধন্যবাদ।