সাইট ব্যবহারের নীতিমালা

  "মন্তব্য / পোষ্ট করার পূর্বে অবশ্যই পড়ে নিবেন"

  • এটি প্রাথমিক শিক্ষা বিষয়ক তথ্য, তত্ত্ব, গবেষণা ও বিশ্লেষণধর্মী লেখা ও মতামত প্রকাশের ব্লগ। তাই এই ব্লগে মন্তব্য / পোষ্ট করতে চাইলে অবশ্যই উপরোক্ত বিষয় সংশ্লিষ্ট হতে হবে।
  • কোন ব্যক্তি, গোষ্ঠি, জাতি, ধর্ম, ব্লগ, ওয়েবসাইট, রাজনৈতিক দল কে হেয় বা মানহানিকর কোন মন্তব্য / পোষ্ট করা যাবে না।
  • কোন ব্যক্তি, গোষ্ঠি, জাতি, ধর্ম, ব্লগ, ওয়েবসাইট, রাজনৈতিক দলের ছদ্ম নামে কোন পোষ্ট / মন্তব্য করা যাবে না।
  •  রাষ্ট্র বা দেশের ক্ষতি হয় এমন কোন পোষ্ট বা মন্তব্য করা যাবে নাভ
  • আমাদের মুক্তিযুদ্ধ এবং এর সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কটাক্ষ বা অসম্মান করে কোন পোষ্ট বা মন্তব্য করা যাবে না।
  •  মিথ্যা, অপ্রাসাঙ্গিক, অশ্লীল বা অন্যের ক্ষতি করে এমন কোন পোষ্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
  •  পোষ্টের মন্তব্যে কাউকে হেয় বা ছোট করে কুরুচিপূর্ণ, অশ্লীল, অশালীন মন্তব্য করা যাবে না।
  • অন্য কোন লেখকের লেখা কপি করে নিজের নামে প্রকাশ করা যাবে না। যদি করতেই হয় তাহলে মূল লেখকের নাম, সোর্স বা লিংক সংযোজন করে দিতে হবে। অনুমতি নিয়ে লিখতে পারলে সবচেয়ে ভাল হয়।
  • ব্যক্তিগত মোবাইল, টেলিফোন নাম্বার, ই-মেইল প্রকাশ করা যাবে না।
  • পর্নো সাইটের লিংক বা পর্নো ছবি / ভিডিও এই সাইটে প্রকাশ করা যাবে না।।
  • অনলাইনে আয় বিষয়ক লেখা সমূহ অবশ্যই সঠিক তথ্য সমৃদ্ধ ও যুক্তি সঙ্গত হতে হবে।

 ## উল্লেখিত নীতিমালা সমূহ ভঙ্গ হয় এমন কোন কিছু লেখা মন্তব্য যাবে না। লিখলে "ইনফো ফর প্রাইমারি" কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।      

                                                                                                                                                   
                         "ইনফো ফর প্রাইমারি"- এর সাথে থাকার জন্য ধন্যবাদ।