আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল আমাদের একটি whatsapp গ্রুপে একজন স্যার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদেশ ভ্রমনের আবেদন ফরম এর ফরম্যাট খুজছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারিনি। আজ ল্যাপটপ থেকে অনেক ফাইলের মধ্য থেকে খুজে তাকে দেয়ার উদ্দেশ্যে বের করলাম। বের করার পর ভাবলাম ঐ স্যারের মত অন্য স্যারদেরও দরকার হতে পারে। তাই “ইনফো ফর প্রাইমারি” ব্লগে টাইপ
করে এবং ইমেজ আকারে এ ফরমটি নিয়ে টিউন করলাম। যাদের দরকার সংগ্রহে রেখে দিতে পারেন।
করে এবং ইমেজ আকারে এ ফরমটি নিয়ে টিউন করলাম। যাদের দরকার সংগ্রহে রেখে দিতে পারেন।
ব্যক্তিগত কারণে সরকারি কর্মচারী (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের) বিদেশ ভ্রমনের আবেদন পত্রের তথ্য
১। আবেদনকারীর নাম : ------------------------------------
২। আবেদনকারীর পিতা/স্বামীর নাম : ------------------------------------
৩। আবেদনকারীর পদবী ও কর্মস্থলের ঠিকানা : ------------------------------------
৪। (ক) জন্ম তারিখ : ------------------------------------
(খ) সরকারি চাকুরিতে প্রথম যোগদানের তারিখ : ------------------------------------
৫। (ক) বেতন স্কেল : ------------------------------------
(খ) বর্তমান মূল বেতন : ------------------------------------
৬। (ক) যে দেশে ভ্রমণ করবেন তার নাম : ------------------------------------
(খ) সম্ভব্য স্থানের নাম : ------------------------------------
৭। ভ্রমনের উদ্দেশ্য/কারণ : ------------------------------------
৮। প্রস্তাবিত ভ্রমণের মেয়াদকাল : ------------------------------------
৯। ভ্রমণ সঙ্গীর নাম, বয়স ও সম্পর্ক (যদি থাকে) : ------------------------------------
১০। আবেদন কারীর অর্জিত ছুটির দিন সংখ্যা (সংযুক্ত হিসাব) : ----------------------------------
১১। (ক) বিদেশ ভ্রমণের জন্য আনুমানিক খরচের পরিমান (টাকায়) : -----------------------------
(খ) প্রস্তাবিত ভ্রমণের ব্যায়ের উৎস : -----------------------------------
১২। বিগত ১ বছরে বিদেশ ভ্রমণের (ক) দেশের নাম :-------------------------------------
(খ) ছুটি ভোগের মেয়াদ : --------------------------------------
১৩। সরকার/মন্ত্রনালয়ের তরফ হতে কোন প্রকার বৈদেশিক
মুদ্রা প্রাপ্য হবে না/দাবি করবেন না এই মর্মে প্রত্যয়ন
সহ মন্ত্রনালয়/বিভাগীয় অফিস প্রদানের
সুপারিশ (প্রযোজ্য ক্ষেত্রে) : ------------------------------------
১৪। বিদ্যালয়ের অনুমোদিত শিক্ষক পদসংখ্যা: অনুমোদিত :--------------- কর্মরত ------------
১৫। পাঠদান কার্যক্রম ব্যহত হবে কিনা এই মর্মে
১৫। পাঠদান কার্যক্রম ব্যহত হবে কিনা এই মর্মে
মন্তব্য অথবা সুষ্ঠুভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার
জন্য গৃহিত কার্যক্রম কি? সে বিষয়ে উপজেলা/থানা
শিক্ষা অফিসারের মতামত- :--------------------------------------
আবেদনকারী শিক্ষকের স্বাক্ষর উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মন্তব্য
আবেদনকারী শিক্ষকের স্বাক্ষর উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মন্তব্য
ও পূর্ন নাম স্বাক্ষর ও সিল স্বাক্ষর ও সীল
![]() |
শিক্ষকদের বিদেশ ভ্রমণের আবেদন ফরম |
No comments:
Post a Comment