সাইটির কাঠামো দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কেন আপনার এই সাইটি ভিজিট করা প্রয়োজন। তার পরও কিছু কথা বলতেই হয়। এই সাইটটি মূলত প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য। অর্থাৎ প্রাথমিক শিক্ষার সাথে জড়িত শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক সহ যারা প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট তাদেরকেই এই সাইটটিতে নিয়মিত আসতে উৎসাহিত করছি।
প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট অনেকেই আছেন যারা প্রাথমিক শিক্ষা বিষয়ক নানা রকম তথ্য, তত্ত্ব, গবেষণাধর্মী লেখা ও মতামত প্রকাশ করতে চান। কিন্তু নির্দিষ্ট কোন প্লাটফর্ম না থাকার কারণে সেটা হয়ে ওঠে না। আর তাইতো আমিসহ ঐ সকল বন্ধুদের লেখা ও মতামত প্রাকাশের কথা মাথায় রেখে এই সাইটটি নির্মান করেছি।
এই সাইট থেকে ভিবিন্ন তথ্য, তত্ত্ব,গবেষণাধর্মী লেখা ও মতামত আপনি যেমন জানতে পারবেন তেমনি নিজের জানা প্রাথমিক শিক্ষা বিষয়ক নানা রকম তথ্য, তত্ত্ব, গবেষণাধর্মী লেখা ও মতামত প্রকাশ করে সকলকে জানাতেও পারবেন।
আপনি যদি আপনার জানা প্রাথমিক শিক্ষা বিষয়ক নানা রকম তথ্য, তত্ত্ব, গবেষণাধর্মী লেখা ও মতামত প্রকাশ করতে চান তাহলে আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, কর্মন্থলের ঠিকানা লিখে এই সাইটের মেনু বারের "যোগাযোগ" ট্যাবে দেয়া মেইল নম্বরে মেইল করে অথবা মোবাইল নম্বরে এস এম এস করে আমাকে জানালে আমি আপনাকে এই সাইটের একজন সম্মানিত লেখক হিসেবে যুক্ত করে নেব। আর তখন আপনি সরাসরি এই সাইটে আপনার লেখা প্রকাশ করতে পারবেন। এছাড়াও আপনি নিয়মিত লেখক না হয়ে গেষ্ট হিসেবে এখানে লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনার লেখাটি এই সাইটের মেনু বারের "যোগাযোগ" ট্যাবে দেয়া মেইল নম্বরে মেইল করে অথবা এই সাইটের মেনু বারের "ফেসবুকে আমি" মেনুতে ক্লিক করে ফেসবুক মেসেঞ্জারে আমাকে পাঠালে আমি আপনার নামে লেখাটি পোষ্ট করে দিব।
এই সাইটটি প্রাথমিক শিক্ষা বিষয়ক নানা রকম তথ্য, তত্ত্ব, গবেষণাধর্মী লেখা ও মতামত প্রকাশ ছাড়াও আরো কিছু বিষয়ের লেখাকে সমর্থন করে। যার মধ্যে অনলাইন আয়, ইসলাম ধর্ম বিষয়ক, লাইফস্টাইল ও সর্বপরি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়।
এই সাইটের সকল প্রকার লেখা অবশ্যই নীতিমালার আলোকে ও সঠিক তথ্য সমৃদ্ধ হতে হবে।
এই সাইটের সকল প্রকার লেখা অবশ্যই নীতিমালার আলোকে ও সঠিক তথ্য সমৃদ্ধ হতে হবে।
"ইনফো ফর প্রাইমারি"- এর সাথে থাকার জন্য ধন্যবাদ।