প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রলালয়ের অধীস্থন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধিন নির্ধারিত ১১ টি প্রাইমরী ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর জন্য অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজিত পদে (১) সহকারী লাইব্রেরীয়ান কাম ক্যাটালগার ও (২) অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রতিক্ষত্রে পদসংখ্য্যা ১১ টি করে) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে গত ১৭ জুলাই।
নিয়োগ বিজ্ঞপ্তি ১



নিয়োগ বিজ্ঞপ্তি ২
 ১ নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরী সায়েন্স ডিগ্রি/ ডিপ্লমাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। এবং ২ নং পদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রতিমিনিটে বাংলায় ২০ এবং ইংরেজী ২৮ শব্দের গতি থাকতে হবে। প্রতি ক্ষেত্র বয়সসীমা ১৮ থেকে ৩০ এর মধ্যে তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। ১ নং পদের বেতন স্কেল ১০২০০-২৪৬৮০/- এবং ২নং পদের বেতন স্কেল ৯৩০০-২২৫৯০/-। ২৪ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত অনলাইনে আবেদন ও আবেদন ফি জমাদান করা যাবে। আবেদন ফি চার্জ সহ ১১৬.৫০/- যা টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।
উপরে ইমেজ আকারে পূর্ণ বিজ্ঞপ্তিটির দেয়া হয়েছে। তার পরও যাদের মূল কপিটি প্রয়োজন তারা এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। আর নির্ধারিত সময়ের পূর্বেই আপনার আবেদন অনলাইনে জমা দিন। ধন্যবাদ।।



No comments:

Post a Comment