“ইনফো ফর প্রাইমারি”-র পক্ষ থেকে আপনাদের আবারো একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা ও আমার শিক্ষকতা জীবনের ০৮ (আট) বছরের অভিজ্ঞতার আলোকে শ্রেণি কক্ষে প্রয়োগযোগ্য কিছু উপায় নিয়ে আমার আজকের এই টিউনটি আমি সাজিয়েছি। এগুলো চর্চার মাধ্যমে আপনি আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে শিখন নিশ্চত করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে উপায়গুলো দেখে নেয়া যাক_
- সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি দেওয়া।
- সকল শিক্ষার্থীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
- শিক্ষার্থীর সফল বা অসফল সকল প্রচেষ্টায় উৎসাহ প্রদান করা।
- শিক্ষার্থীদের নিজের কাজ নিজেকে মূল্যায়ণ করতে দেওয়া, একজনের কাজ অন্যকে দিয়ে মূল্যায়ন করতে দেওয়া, অধিকাংশ শিক্ষার্থী একই ভুল করলে সঠিক উত্তরটি বোর্ডে লিখে দেওয়া।
- অপারগ শিক্ষার্থীর নিরাময়ে পারগ শিক্ষর্থী ব্যবহার করা।
- সকল শিক্ষার্থীর শিখন নিশ্চিত করবেন।
- জড়তা ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা
- শিখন শেখানো কার্যক্রমে রুঢ় আচরন পরিহার করে সব সময় হাসি খুশি থাকা।
- শিক্ষার্থীর অপরগতায় শাস্তি প্রদানের মানসিকতা পরিহার করে সব সময় শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল থেকে শিশুর যোগযোগের কোন দুর্বলতা আছে কিনা সে বিষয়ে যত্নশীর থাকা।
- শিখন শেখানো কার্যক্রমে সকল শিশুকে সম্পৃক্ত করানো এবং পাঠ সংশ্লিষ্ট আনন্দদায়ক পাঠ উপকরন ব্যবহার করা।
- পাঠ যাচাই কালে শিক্ষার্থীর সাথে সহনশীল আচরন করা,শিক্ষার্থী সঠিক না বলতে পারলেও প্রশংসা করা এবং শিক্ষার্থীর উন্নয়ন হচ্ছে এমন মনোভাব পোষণ করা।
No comments:
Post a Comment