ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রাথমিক শিক্ষা বিভাগ তথা প্রাথমিক শিক্ষা পরিবার কোন অংশে পিছিয়ে নেই। এরই ধারাবাহিকতায় সারাদেশের প্রাথমিক বিদ্যালয় গুলোত মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করার লক্ষ্যে ইতোমধ্যে সরকার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ইন্টারনেট সংযোগ সহ আই টি পন্য সরবারাহ করেছে। আবার কিছু বিদ্যালয় প্রাথমিক অবস্থায় শুধু ল্যাপটপ সরবারাহ করেছে।
সেই ল্যাপটপ গুলো যাতে সঠিকভাবে যথাযথ নিয়মে ব্যবহার হয় সেই লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম
এনালিস্ট জনাব প্রকৌ: অনুজ কুমার রায় স্বাক্ষরিত একটি নির্দেশিকা ওয়েবসাইট সকলের জন্য সেটেঁ দিয়েছে। "ইনফো ফর প্রাইমারি" কর্তৃপক্ষ তার পাঠকদের জন্য ঐ নির্দেশিকাটি সরবারাহ করছে।
এনালিস্ট জনাব প্রকৌ: অনুজ কুমার রায় স্বাক্ষরিত একটি নির্দেশিকা ওয়েবসাইট সকলের জন্য সেটেঁ দিয়েছে। "ইনফো ফর প্রাইমারি" কর্তৃপক্ষ তার পাঠকদের জন্য ঐ নির্দেশিকাটি সরবারাহ করছে।
ল্যাপটপ ব্যবহার ও সংরক্ষণ নির্দেশিকা
১। প্রথমে ল্যাপটপের বাক্স খুলে ব্যাটারি সংযোগ দিয়ে সর্বনিম্ন ৮ ঘন্টা অনবরত চার্জ দিতে হবে।
২। বিদ্যুৎ চলে গেলে ল্যাপটপ চালালে ব্যাটারি কোন অবস্থাতেই সম্পূর্ণ ডিসচার্জ করা যাবে না ( ৩০% চার্জ থাকতে কাজ বন্ধ করতে হবে)
৩। যে ভবনে ল্যাপটপ ব্যবহার হবে সেখানে ইলেক্ট্রিসিটি গ্রাউন্ডিং থাকতে হবে।
৪। থ্রি পিন রেকট্যাংগেল সকেটটি ওয়ালে সেট করতে হবে।
৫। প্রতিদিন ল্যাপটপ বিদ্যুৎ থাকা অবস্থায় কানেকশন দিয়ে চালাতে হবে।
৬। ল্যাপটপ ৪/৫ দিন ব্যবহার না করলে ব্যাটারি খুলে রাখতে হবে।
৭। ল্যাপটপের বাক্সের ভিতর লাইসেন্স উইন্ডোজ অপারেটিং সিস্টেম- এর ডিভিডি , ড্রাইভার সফটওয়্যার- এর ডিভিডি, বাংলা সফটওয়্যার, পিডিএফ এবং এন্টি ভাইরাস এর ডিভিডি, লাইসেন্স অফিস সফটওয়্যার -এর ডিভিডি ও কী কার্ড দেয়া আছে।
৮। ল্যাপটপের সংগে একটি স্পিকার, ল্যাপটপের ব্যাগ ও একটি মাউস সরবারহ করা হয়েছে।
৯। ল্যাপটপ পিসি নিরাপত্তার সাথে যথাযথ ভাবে ব্যাবহার করতে হবে। ল্যাপটপ পিসি এবং সরঞ্জামাদির সুষ্ঠ ব্যবহার, সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রধান শিক্ষকের নিজ ব্যবস্থাপনায় রক্ষণাবেক্ষণ করতে হবে।
১০। ল্যাপটপের ওয়ারেন্টি ৩ বছর কিন্তু ব্যাটারির ওয়ারেন্টি এক বছর। এই সময়ের মধ্যে কোন সমস্যা হলে সরবারাহ কারী প্রতিষ্ঠানের ঠিকানায় যোগাযোগ করতে হবে। কোন অবস্থাতেই অন্য কোনো অফিসে যোগাযোগ করা যাবে না। প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি)-র মেইনটেনেন্স সেলে যোগাযোগ করতে হবে।
১১। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং অফিস সফটওয়্যার এর লাইসেন্স এ্যাকটিভেট ও আপডেট সংক্রান্ত কোন সমস্যা দেখা দিলে সরাসরি অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি)-এ যোগাযোগ করতে হবে।
১২। ওয়ারেন্টি সময়ের মধ্যে স্থানীয়ভাবে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান দ্বারা ল্যাপটপের কোন সফটওয়্যার বা হার্ডওয়্যার কাজ করানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩। ল্যাপটপ পিসি হারিয়ে গেলে নিকটবর্তী থানায় জিডি করতে হবে এবং মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন। কারো অবহেলার জন্য হারিয়ে গেলে তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
আজ এ পর্যন্তই । যে সকল পাঠক মূল লেখাটি দেখতে বা সংরক্ষণ করে রাখতে চান তারা এই লিংকে ক্লিক করে মূল নির্দেশিকাটি ডাউনলোড করে নিতে পরেন। ধন্যবাদ।।
২। বিদ্যুৎ চলে গেলে ল্যাপটপ চালালে ব্যাটারি কোন অবস্থাতেই সম্পূর্ণ ডিসচার্জ করা যাবে না ( ৩০% চার্জ থাকতে কাজ বন্ধ করতে হবে)
৩। যে ভবনে ল্যাপটপ ব্যবহার হবে সেখানে ইলেক্ট্রিসিটি গ্রাউন্ডিং থাকতে হবে।
৪। থ্রি পিন রেকট্যাংগেল সকেটটি ওয়ালে সেট করতে হবে।
৫। প্রতিদিন ল্যাপটপ বিদ্যুৎ থাকা অবস্থায় কানেকশন দিয়ে চালাতে হবে।
৬। ল্যাপটপ ৪/৫ দিন ব্যবহার না করলে ব্যাটারি খুলে রাখতে হবে।
৭। ল্যাপটপের বাক্সের ভিতর লাইসেন্স উইন্ডোজ অপারেটিং সিস্টেম- এর ডিভিডি , ড্রাইভার সফটওয়্যার- এর ডিভিডি, বাংলা সফটওয়্যার, পিডিএফ এবং এন্টি ভাইরাস এর ডিভিডি, লাইসেন্স অফিস সফটওয়্যার -এর ডিভিডি ও কী কার্ড দেয়া আছে।
৮। ল্যাপটপের সংগে একটি স্পিকার, ল্যাপটপের ব্যাগ ও একটি মাউস সরবারহ করা হয়েছে।
৯। ল্যাপটপ পিসি নিরাপত্তার সাথে যথাযথ ভাবে ব্যাবহার করতে হবে। ল্যাপটপ পিসি এবং সরঞ্জামাদির সুষ্ঠ ব্যবহার, সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রধান শিক্ষকের নিজ ব্যবস্থাপনায় রক্ষণাবেক্ষণ করতে হবে।
১০। ল্যাপটপের ওয়ারেন্টি ৩ বছর কিন্তু ব্যাটারির ওয়ারেন্টি এক বছর। এই সময়ের মধ্যে কোন সমস্যা হলে সরবারাহ কারী প্রতিষ্ঠানের ঠিকানায় যোগাযোগ করতে হবে। কোন অবস্থাতেই অন্য কোনো অফিসে যোগাযোগ করা যাবে না। প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি)-র মেইনটেনেন্স সেলে যোগাযোগ করতে হবে।
১১। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং অফিস সফটওয়্যার এর লাইসেন্স এ্যাকটিভেট ও আপডেট সংক্রান্ত কোন সমস্যা দেখা দিলে সরাসরি অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি)-এ যোগাযোগ করতে হবে।
১২। ওয়ারেন্টি সময়ের মধ্যে স্থানীয়ভাবে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান দ্বারা ল্যাপটপের কোন সফটওয়্যার বা হার্ডওয়্যার কাজ করানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১৩। ল্যাপটপ পিসি হারিয়ে গেলে নিকটবর্তী থানায় জিডি করতে হবে এবং মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন। কারো অবহেলার জন্য হারিয়ে গেলে তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
আজ এ পর্যন্তই । যে সকল পাঠক মূল লেখাটি দেখতে বা সংরক্ষণ করে রাখতে চান তারা এই লিংকে ক্লিক করে মূল নির্দেশিকাটি ডাউনলোড করে নিতে পরেন। ধন্যবাদ।।
No comments:
Post a Comment