মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অন্তরায় সমূহ

২৯ জুন ২০১৬, বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “মানসম্মত প্রাথমিক শিক্ষা” বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। উক্ত সম্মেলনে প্রাথমিক শিক্ষা পরিরারের সর্বোচ্চ পর্যায় (মন্ত্রী মহোদয়) থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্কুল কমিটির সদস্য, শিক্ষা কর্মকর্তা উপস্থিত থেকে তাদের নিজ নিজ মতামত প্রকাশ করেন। যা আপনাদের সকলেরই জানা। তাই সেই বিষয়গুলোর পুনরাবৃত্তি করে সম্মানীত পাঠক আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাব না। আমি আজ আমার নিজস্ব চিন্তার আলোকে ও বাস্তবতার নিরিখে আমাদের প্রাথমিক শিক্ষার অন্তরায়গুলো খুজে বের করার চেষ্টা করব
এবং এই অন্তরায়গুলোকে শিরোনাম করে পরবর্তীতে বিস্তারিত টিউন করব।
সকল আনুষ্ঠানিক/একাডেমিক শিক্ষার মূল ভিত্তি হল প্রাথমিক শিক্ষা । প্রাথমিক শিক্ষার ভীত যদি মজবুত না হয় তাহলে উচ্চ শিক্ষায় তার বিরুপ প্রভাব পরতে বাধ্য । স্বাধীনতা পরবর্তী সমস্যা সংকুল দেশে বিষয়টি বুঝতে পেরেছিলেন বলেই তৎকালীন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার অনেক বাধা সত্ত্বেয় ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ সহ নানা মূখী পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু ১৫ আগষ্টের কালো মেঘে সেগুলো ডেকে থাকে বহুকাল। তাইতো জাতীয়করনের ৪২ বছর পার হলেও এখনো প্রাথমিক শিক্ষা তার রুগ্নদশা কাটিয়ে উঠতে পারেনি । যদিও বর্তমান স্বাধীনতার পক্ষের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শের তারই সুযোগ্য তনয়া মাননীয় শেখ হাসিনার সরকার প্রাথমিক শিক্ষা নিয়ে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তো আসুন দেখে নেই আমাদের প্রাথমিক শিক্ষার সম্ভাব্য অন্তরায়গুলো কী কী: 
  • অবকাঠামোগত সমস্যা,
  • শিক্ষক স্বল্পতা,
  • নিম্ন বেতন কাঠামো,
  • বেতন বৈষম্য,
  • পদোন্নতির জটিলতা,
  • অপরিকল্পিত শিক্ষক নিয়োগ বিধি,
  • শিক্ষকদের পাঠদান বহির্ভূত কাজ,
  • অপরিকল্পিত শিক্ষক পোষ্টিং,
  • বিভিন্ন কারনে শিক্ষকদের পাঠদানে অনিহা,
  • শিক্ষকদের অতিরিক্ত পাঠদান /বেশি ক্লাস নেওয়া,
  • বদলী সংক্রান্ত সমস্যা,
  • প্রশিক্ষন সংক্রান্ত সমস্যা,
  • শিক্ষা অফিসের দূর্নীতি,
  • শিক্ষক সহায়িকার অভাব,
  • শিক্ষাক্রমের দুষ্পপ্রাপ্যতা,
  • ১০০% উপবৃত্তি সংক্রান্ত উদ্ভুত সমস্যা,
  • অভিভাবকদের অসচেতনতা,
  • স্কুল মনিটরিং সমস্যা,
  • প্রাথমিক শিক্ষায় কম বিনিয়োগ,
  • দীর্ঘমেয়াদী বা টেকসই পরিকল্পনার অভাব এবং
  • সমন্বয়হীনতার অভাব ইত্যাদি। 
এছাড়াও আমাদের প্রাথমিক শিক্ষায় আরো অনেক সমস্যা রয়েছে । যা আপনারা আমার চেয়ে ভাল বলতে পারবেন। তাই এগুলো ছাড়া আরো যে সমস্যাগুলো আপনাদের দৃষ্টিকোন থেকে প্রাথমিক শিক্ষার অন্তরায় বলে মনে হবে সেগুলো কমেন্টে জানালে পরবর্তীতে উল্লেখিত অন্তরায়গুলোসহ আপনার অন্তরায়টিকে শিরোনাম করে বিস্তারিত টিউন করব। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন। পোষ্টটি কষ্ট করে সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

No comments:

Post a Comment