ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৩ নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আজ মঙ্গলবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ০৯ ঘটিকা থেকে বিকাল ০৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। চার জন পুরুষ ও তিন জন নরী প্রার্থী উক্ত নির্বাচনে অংশ নেন। পুরুষ প্রার্থীদের মধ্যে মো: হাবিবুর রহমান ১৩৮ ভোট এবং মো: ইলিয়াছ করীম ১৩৩ ভোট পেয়ে পুরুষ অভিভাবক প্রার্থী নির্বাচিত হয়েছেন। মহিলা অভিভাবক প্রতিনিধি পদে শিরিন বকুল ২০৪ এবং শামীমা আক্তার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দিনব্যপি উৎসবের আমেজে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণের সময় সাতুরিয়া উইনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুস সোবহান খান, বিদ্যালয়ের বর্তমান সভাপতি মেহেদী হাসান ফিরোজ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিমাদ্রি শেখর দেবনাথ, ইউ পি সদস্যবৃন্দ সহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment