গতকাল (৯/৯/১৬) দিবাগত রাত আনুমানিক ১ টার সময় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার
পশ্চিম ফুলহার গ্রামের মো: আব্দুল জব্বার হাওলাদারের বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময়
গৃহকর্তা আব্দুল জব্বার হাওলাদার সহ বাড়িতে তার তিন ছেলে, ছেলের বউ ও নাতী- নাতনী মিলে
প্রায় ৯ জন সদস্য ঘরের মধ্যে ছিলেন।
গৃহকর্তার তিন ছেলের মধ্যে একজন
ঢাকাতে চাকরি করেন অন্য দুইজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
সরোজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা গেছে-বাড়ির
জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। গৃহকর্তার ছোট ছেলে
শিক্ষক মো: লুৎফর রহমান জানান প্রতিদিনের মত তারা রাতে ঘুমিয়ে পরার পর ২০/২২ জনের ডাকাত দল তাদের ঘরের পিছনের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘন্টা ব্যাপি লুটপাট করে। এ সময় ডাকাতরা প্রায় আড়াই লক্ষ নগদ অর্থ, ১৪/ ১৫ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ, ১টি এলইডি টিভি ও ৫ টি মোবাইল ফোন নিয়ে যায়।
শিক্ষক মো: লুৎফর রহমান জানান প্রতিদিনের মত তারা রাতে ঘুমিয়ে পরার পর ২০/২২ জনের ডাকাত দল তাদের ঘরের পিছনের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘন্টা ব্যাপি লুটপাট করে। এ সময় ডাকাতরা প্রায় আড়াই লক্ষ নগদ অর্থ, ১৪/ ১৫ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ, ১টি এলইডি টিভি ও ৫ টি মোবাইল ফোন নিয়ে যায়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মনির-উল-গিয়াস,
ওসি (তদন্ত) হারুন- আর রশিদ, উপ- পরিদর্শক চাঁন মিয়া সহ পুলিশের একটি টিম ভিকটিমের
বাড়ি পরিদর্শন করেন এবং খোয়া যাওয়া মালামালের হিসাব লিপিবদ্ধ করে নিয়ে যান এবং তাদের
(ভিকটিম) অভিযোগ দাখিল করতে বলেন।
No comments:
Post a Comment